Succero Executive Resources Limited

Kader Arcade, 3rd Floor
33 Mirpur Road, Science Laboratory
Dhanmondi, Dhaka 1209, Bangladesh

Hotline: +8801770009944
Phone: +880 2 44612152, +880 2 44612153
Email: contact(at)succero.com.bd

Saturday to Thursday
(11:00 AM to 7:00 PM)
Holiday (On appointment)

INQUERY

Leave your details below for query or information

Registration

IELTS
British Council
IDP
PTE
OET
ISAT

আপনি জানেন কী মালয়েশিয়ায় নিশ্চিত ভবিষ্যত গড়ার সূযোগ যেমন আছে, তেমনি আবার অনিশ্চিত - ঝুকি বহুল জীবনের সম্ভাবনাও রয়েছে। আমাদের এই পোস্টটি তাই আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ:

➽আপনার পরিকল্পনা যদি হয় পার্ট টাইম কাজ করে পড়াশোনাসহ যাবতীয় খরচ নিজেই চালানো তবে মালয়েশিয়া আপনার জন্য নয়।ভিসার বৈধতা ঠিক রাখার জন্য ক্লাসে নির্দিষ্ট সংখ্যক উপস্থিতি জরুরী। ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে Bachelor/ Masters লেভেলে ক্লাসের চাপ সামলে খরচ ম্যানেজ করা রীতিমতো অসম্ভব। তবে কোনো কোন কলেজের Diploma লেভেলে কিছু Subject-এ ক্লাসের চাপ কম থাকায় সেটি সম্ভব হতে পারে। কিন্ত তার জন্য আপনাকে ভালো অর্থাৎ Black listed নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানেই Admission নিতে হবে।
➽ শুধু মালয়েশিয়া বিদেশী শিক্ষার্থীদের কোন ওয়ার্ক পারমিট দেয়া হয়না। তবে Black Listed নয় এমন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাবজেক্ট রিলেটেড যদি হয় তবে হোটেল, রেস্টরেন্ট, বার এবং শপিংমলে ক্লাস আওয়ার ঠিক রেখে পার্ট টাইম কাজ করতে পারে।
➽ মালয়েশিয়ায় সাইনবোর্ড সর্বস্ব Black Listed কলেজের ছড়াছড়ি। তাই কোথায় এবং কোন সাবজেক্টে Apply করছেন,তার বৈধতার বিস্তারিত যাচাই করে নিন www.educationmalaysia.gov.my বা www.studymalaysia.com -এই সাইট গুলিতে।
***********************************************************
►►তবে যদি আপনার আর্থিক সঙ্গতি, নিদেন পক্ষে প্রথম দুই বছর পারিবারিক সাপোর্ট থাকে তবে টপ রেঙ্কড বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ করে Bachelor/ Undergraduate লেভেলে পড়াশোনার জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ স্থান। 
►মালয়েশিয়া জুড়ে আছে অনেক উন্নতমানের উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে আরো Monash, Curtin, Limkokwing, Nottingham এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সমুহের ক্যাম্পাস।যেখান Main Campusএ ক্রেডিট ট্রান্সফার করা খুবই সহজ। Foundation, Diploma, Undergraduate, Postgraduate, PhDসহ আরো অন্যান্য Program এ পড়াশোনা করে বিশ্ব নাগরিক হয়ে ভবিষ্যত গড়ার সূযোগ রয়েছে। 
►মালয়েশিয়ার Top Ranked উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, চার্টার্ড একাউন্টেন্সি, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ইসলামিক স্টাডিজ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, এনভায়রোনমেন্টাল সায়েন্স, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার ইত্যাদি বিভাগে Foundation, Diploma, Undergraduate, Postgraduate, PhDসহ আরো অন্যান্য Program এ পড়াশোনা করে বিশ্ব নাগরিক হয়ে ভবিষ্যত গড়ার সূযোগ রয়েছে।মায়েশিয়ায় অর্জিত ডিগ্রীর চাকুরির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশসমুহে যেমন চাহিদা রয়েছে তেমনি মায়েশিয়ার নামকরা উন্নত শিক্ষা পরিবেশ সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির সাথে বিশ্বের সবচাইতে নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির রয়েছে জব প্লেসমেন্ট পার্টনারশীপ এগ্রীমেন্ট। 
►টপ রেঙ্কড বিশ্ববিদ্যালয়গুলি হতে আমেরিকা-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রভৃতি দেশে খুবই সহজে Undergraduateলেভেলে ক্রেডিট ট্রান্সফার করা যায়।
► মালয়েশিয়ান পড়াশোনা অপেক্ষাকৃত কম খরচ এবং Practical, Industry-Specific Skills & Knowledge ভিত্তিক হওয়াতে পড়াশোনার পাশাপাশি Internship,On Job Training ইত্যাদির মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনের সূযোগ।
► কেবল O' Level/SSC/ দাখিল পাশ করেই ভর্তি হওয়া যায়২-৩ বছর মেয়াদী Diploma প্রোগ্রামগুলিতে এবং পড়াশোনা শেষে সংশ্লিষ্ট বিষয়ে BSC/Hons সরাসরি 2nd Year থেকে শুরু হয় ফলে সময় ও টিউশন ফি দুটোই কমে যায়। আবার Diploma পাশ করে উচ্চবেতনে Subject Related চাকুরি পাওয়া যায় Full Time Work Permit নিয়ে।
****************************************************
মালয়েশিয়ায় ভর্তি ও ভিসা প্রসেস খুবই সহজ যা আপনি নিজেই করতে পারেন।তবে কন্সালটেন্ট এর সহযোগীতা আপনার ঝামেলা অনেক কমিয়ে দেয়। 
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকদ্বারা পরিচালিত আমরা, Planetary Education Services Bangladesh Limited (PESBD), মালয়েশিয়ার Top Ranked ২৭টিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি ও ভিসা সহযোগীতা, থাকা-খাওয়া, ব্যংক একাউন্ট, অন্যান্য দেশে Credit Transfer, দেশত্যগের পূর্বে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা, মালয়েশিয়ার জীবন-যাত্রা, ভাষা-সংস্কৃতি প্রভৃতি বিষয়ে এইসব বিষয়ে One Stop সার্ভিস দিয়ে থাকি।
► পাশাপাশি আমরা British Council- এবং IDP'র IELTS এসোসিয়েট হিসেবে আমাদের বিশেষায়ীত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্সটিউট হতে দিচ্ছি IELTS প্রিপারেটরি কোর্স একদম ফ্রী। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন: http://bit.ly/2kBUVgv ।
মালয়েশিয়ায় Apply করার পর ভিসা স্ট্যাম্পিং পর্যন্ত যে ক'দিন হাতে সময় থাকে তা IELTS করার জন্য পর্যাপ্ত।
আপনার Certificate, Mark sheet ও Passport office এ সাক্ষাত করে Malaysian education system, immigration policy, part time job, career plan, Credit Transfer ইত্যাদি ব্যপারে বিস্তারিত জানার মাধ্যমে free counseling গ্রহণ করে সিদ্ধান্ত নিন।

Leave a comment

Need more information?

We can call you and help with your problem, just leave us your phone number.