যারা কম খরচে MBBS পড়তে ইচ্ছুক তাদের জন্য মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান হতে পারে একটি পছন্দের ডেস্টিনেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানইজেশন (WHO) এবং বাংলাদেশের BMDC কর্তৃক স্বীকৃত এখানকার আন্তর্জাতিক মান সম্পন্ন উল্লখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলি:
Avicenna International Medical University
International University of Kyrgystan
International Medical University
Osh State University
Jalal-Abad State University
Scientific Research Medical Social Institute
Osh International Medical University
Kyrgyz Russian Slavic University
Kyrgyz State Medical Academy
Asian Medical Institute
International Higher School of Medicine
.......................ইত্যাদি।
আবেদনের যোগ্যতাঃ
SSC ও HSC অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে পাশ হতে হবে।
তবে কেবল HSC- তে ৬০% এর উপর নম্বর থাকতে হবে।
কোনও ভর্তি পরীক্ষা ও IELTS এর প্রয়োজন নেই।
আবেদনের সময়ঃ প্রতি বছর ২টি সেমিস্টারে, ফেব্রুয়ারি ও আবেদন করা যায়। বর্তমানে সেপ্টেম্বরে সেমিস্টারে ভর্তির জন্য আবেদন গ্রহন করা হচ্ছে।
মেডিকেলের পড়াশুনা আন্তর্জাতিক মানের এবং খরচও তুলনামূলক কম হওয়ায় দেশটি গত কয়েক বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে:
টিউশন ফি প্রতি সেমিস্টারে ১৩০০-২০০০ ডলার এর মধ্যে।
থাকা খাওয়ার খরচ প্রতি মাসে ১২০-১৫০ ডলার এর মত।
বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে দেশটির জনপ্রিয়তার অন্যান্য কারণও রয়েছে:
টিউশন ফি বাংলাদেশের তুলনায় অর্ধেকের চেয়েও কম।
অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশী শিক্ষকও রয়েছে।
সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
কোর্স শেষে ইউরোপ বা বাংলাদেশের সরকারি মেডিকেলে
ইন্টার্নী করা যাবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক হোষ্টেল এবং দেশি খাবারের ব্যবস্থা।
মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা হোষ্টেল ও সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা।
===================
কিরগিস্তানে Admission ও Visa প্রসেস আপনি নিজেই করতে পারেন।তবে দক্ষ কনসালটেন্ট-এর সহযোগীতা আপনার ঝামেলা অনেক কমিয়ে দেবে।
Leave a comment