Need more information?
We can call you and help with your problem, just leave us your phone number.
Leave your details below for query or information
Registration
IELTS
|
|||||
PTE | |||||
OET | |||||
ISAT |
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব কানাডিয়ান উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও প্রভাব ফেলেছে দারুনভাবে। অবশ্য ইদানিং কানাডায় ভাইরাসটির সংক্রমণ হ্রাস পেলেও সেখানে অবস্থানরত বিদেশী শিক্ষার্থীরা এবং আসন্ন সেমিস্টারে যারা পড়াশোনা করার পরিকল্পনা করছেন তারা বিশেষভাবে উদ্বিগ্ন এবং তাদের জন্য প্রয়োজনীয় তথ্যসমুহ প্রশ্নত্তোর আকারে এখানে সন্নিবেশিত হয়েছে।
কানাডায় বর্তমানে সংক্রমনের হার কি?
জুলাইয়ের এ পর্যন্ত সমগ্র কানাডায় প্রায় ২লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে।
কানাডা কী এখন নিরাপদ?
কানাডায় ছড়িয়ে পড়া COVID-19 সনাক্তে এবং এর বিস্তার রোধে অনেক কার্যকরি ব্যবস্থা চালু রয়েছে। বিস্তারিত
Duolingo’s English টেস্ট
করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে TOEFL বা IELTS টেস্ট বন্ধ থাকায় ভর্তি প্রক্রিয়ার কানাডার কিছু শিক্ষা প্রতিষ্ঠান আপাতত ২০১২ সালে চালু হওয়া Duolingo’s English টেস্ট স্কোর গ্রহণ করলেও সর্বতোভাবে কানাডিয়ান সরকার কর্তৃক স্বীকৃত নয়। বিস্তারিত
স্বাস্থ্যবীমা ( Health Insurance) কী কানাডায় COVID সংক্রান্ত অসুস্থতার কাভারেজ দেবে?
বর্তমানে বিদেশী শিক্ষার্থীদের কানাডার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে যোগদানের পূর্বে নিজ উদ্যেগে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হয়। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান সেমিস্টার চলা কালীন সময় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসা ব্যায়ের কিছু অংশ বহন করছে। কানাডায় প্রবেশের আগে বেসরকারী স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজন।
এ্যাম্বেসী এবং ভিসা আবেদন কেন্দ্রগুলি আবার কবে খুলবে?
মহাামারী জনিত কারণে বেশিরভাগ এ্যাম্বেসী এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (VFS) অস্থায়ীভাবে বন্ধ থাকলেও বর্তমানে কোথাও কোথাও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে কার্যক্রম চালু রয়েছে। সংশ্লিষ্টদের ওয়েব সাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে দেরী হবে?
বর্তমানে কানাডিয়ান সরকার কানাডায় ফিরে আসার চেষ্টা করা দেশটির নাগরিক, সংক্রমনের ঝুঁকিতে থাকা ব্যাক্তি এবং প্রয়োজনীয় পরিসেবায় সহায়তাকারীদের ভিসা আবেদনকে অগ্রাধিকার দিচ্ছে। তাই অন্যান্য ভিসা প্রক্রিয়ায় সময় লাগছে। বিস্তারিত
কোভিড-১৯ এর কারণে সব কিছু বন্ধ থাকায় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংগ্রহ না করতে পারলে আমি কী Visa Application জমা দিতে পারবো?
পরবর্তী নির্দেশনা পর্যন্ত IRCC অফিসগুলি Visa Application রিফিউজ করবে না। আইআরসিসি কর্মকর্তারা Application Process-এর অংশ হিসাবে ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাজগুলির, যেমন বায়োমেট্রিক্স এবংস্বাস্থ্য পরীক্ষা করে থাকবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত Visa Application File খোলা রাখবেন। আরও তথ্য
পরিস্থিতি স্বাভাবিক হলে আমাকে কি আগের মতো সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হবে?
বর্তমানে বিদেশী শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ২০ ঘন্টার বেশি কাজ করার অনুমতি দেওয়া হয় যদি:
এই আইনটি ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। কানাডার সরকার পরবর্তিতে আইনটি আবার রিভিউ করবে।
বিস্তারিত
কোভিড-১৯ পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে উপরোক্ত তথ্যসমুহ Update হবে। তাই Update জানতে কানাডা সরকার এবং সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করা প্রয়োজন।
We can call you and help with your problem, just leave us your phone number.
Leave a comment