প্রিয় আইইএলটিএস পরীক্ষার্থীবৃন্দ,
সামনে আইইএলটিএস পরীক্ষা। নিশ্চয়ই প্রিপারেশন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরীক্ষার দিনের জন্য বিশেষ কিছু টিপস্। আশা করি আপনাদের কাজে লাগবে:
►পূর্বপ্রস্ততি:
১. লিসেনিং, রিডিং, রাইটিং মিলিয়ে দীর্ঘ ২ ঘন্টা ৪৫ মিনিটের বিরতিহীন এই পরীক্ষায় Concentration ধরে রাখতে আগের রাতে ভালো ঘুম এবং সুষম খাবার অবশ্যই প্রয়োজন। তাড়াহুড়োর কারনে সকালের নাস্তা কোনভাবেই বাদ দেয়া যাবেনা।
২. পরীক্ষা সেন্টারে অবশ্যই নির্ধারিত সময়ের আগেই পৌছাতে হবে। রেজিস্ট্রশন কনফার্মেশন ই-মেইলে রিপোর্টিং টাইম উল্লেখ থাকে, সে অনুযায়ী পর্যাপ্ত সময় হাতে নিয়ে যানজটের বিষয়টি মাথায় রেখে বাসা থেকে রওনা হতে হবে।
৩. পরীক্ষার হলের প্রত্যেকটি মুহুর্তই গুরুত্বপূর্ন। তাই ওয়াশরুমের প্রয়োজনীয়তা আগেই সেরে নেয়া উচিত। তবে জরুরী প্রয়োজনে ইনভিজিলেটরের অনুমতি নিয়ে সেরে আসা যায়। তবে সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে।
৪. বাসা হতে বের হবার সময় প্রয়োজনীয় কলম, পেন্সিল, ইরেজার এবং আই ডি হিসেবে পাসপোর্ট অবশ্যই নিতে হবে। প্রয়োজনে এসব জিনিস আগের রাতে গুছিয়ে নিতে হবে।তবে পেন্সিল, ইরেজার টেস্ট সেন্টারে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ হতে দেয়া হয়।
৫. পরীক্ষার হলের দেয়াল ঘড়িটির সময় আগেই দেখে নিতে হবে, যা রিডিং এবং রাইটিং টেস্টে সহায়ক হবে। ইনভিজিলেটরের নির্দেশনার প্রতি খেয়াল রাখতে হবে এবং তা অনুসরণ করতে হবে।
►লিসেনিং টেস্ট চলাকালীন সময়:
১. সম্ভব হলে আগেই যাচাই করে নিন আপনার ঠিকভাবে হেডফোনটি কাজ করছে কিনা। তবে কখনো হেডফোনের পরিবর্তে সেন্ট্রাল লাউড স্পিকার থাকে, সেক্ষেত্রে শব্দ আপনার জন্য কতটা কার্যকর দেখে নিন। প্রয়োজনে হাত তুলে ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করুন ও ভলিউম বাড়ানো-কমানোর প্রয়োজন হলে বলুন।
২. রেকর্ডটি বাজানোর আগেই প্রশ্ন পড়ে মাথায় ঢুকিয়ে নেয়ার চেষ্টা করুন।
৩. রেকর্ডটির আদ্যপান্ত বোঝার চেষ্টা না করে প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করুন।
৪. রেকর্ডটি শুনতে শুনতে উত্তর প্রশ্নপত্রে পেন্সিলে টুকে রাখুন।
৫. সবশেষে ১০ মিনিট সময় পাবেন প্রশ্নপত্রে টুকে রাখা উত্তরগুলি উত্তরপত্রে লিখে নেবার। এই সময় বানান ও ব্যাকরণের বিষয়ে সতর্ক হতে হবে।
►রিডিং টেস্ট চলাকালীন সময়:
১. একটি উত্তর খুঁজতে অতিরিক্ত সময় ব্যায় না করে পরবর্তি প্রশ্নে মনোনিবেশ করুন। পরে সময় বাঁচিয়ে এর উত্তরের পেছনে সময় দেয়া যাবে।
২. সরাসরি উত্তর পত্রেই উত্তর লিখে ফেলুন। লিসেনিং মডিউলের মতো এখানে পরে উত্তর লেখার কোন সময় থাকেনা।
৩. সবসময় উত্তর খোঁজার চেয়ে প্রশ্ন বুঝতে সময় দিন।
►রাইটিং টেস্ট চলাকালীন সময়:
১. টাস্ক ওয়ানে কোনভাবেই ২০ মিনিটের বেশী সময় দেয়া যাবেনা। স্কোর তুলতে টাস্ক টু বেশী গুরুত্বপূর্ণ।
২. চেষ্টা করুন টাস্ক ওয়ানের জন্য ১৫০ এবং টাস্ক টু'র জন্য ২৫০ ওয়ার্ডের কিছু বেশী লিখতে। কোনভাবেই কম নয়।
৩. দুটি টাস্কের বডি প্যারাগ্রাফটিকে অর্গানাইজ করুন।
৪. বানান চেক করে নিন। আমেরিকান অথবা ব্রিটিশ বানান ব্যবহার করুন।
(অল দ্য বেস্ট)
Leave a comment