Succero Executive Resources Limited

Kader Arcade, 3rd Floor
33 Mirpur Road, Science Laboratory
Dhanmondi, Dhaka 1209, Bangladesh

Hotline: +8801770009944
Phone: +880 2 44612152, +880 2 44612153
Email: contact(at)succero.com.bd

Saturday to Thursday
(11:00 AM to 7:00 PM)
Holiday (On appointment)

INQUERY

Leave your details below for query or information

Registration

IELTS
British Council
IDP
PTE
OET
ISAT

ডেনমার্কে যারা পড়াশোনায় আগ্রহী তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হল, কোপেনহেগেন উনিভার্সিটিতে ভর্তির আবেদনের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারিত করা হয়েছে জানুয়ারি ১৫, ২০১৮, যদিও ইতোমধ্যে আবেদনের সময়সীমা পার হয়েছে, তবু গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো এবং বিস্তারিত জানতে দেখুন নিম্নের ওয়েভ ঠিকানায় http://studies.ku.dk/masters/ । ডেনমার্কে পড়াশোনার জন্য ডেনিশ সরকারের অফিশিয়াল হুমপেইজটি হল- স্টাডি ইন ডেনমার্ক ডট ডিকে অর্থাৎ http://studyindenmark.dk/

উল্লেখ্য, কোপেনহেগেন উনিভার্সিটিতে ব্যাচলার লেভেলে কোন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফার করা হয় না এবং শুধুমাত্র যে কেউ মাস্টার্স লেভেল আপনি আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে যারা অন্তত ২ থেকে ৩ বছর কোন ব্যাচলার ডিগ্রী কোর্স শেষ করেছেন কিংবা যারা ব্যাচলার ডিগ্রী করেছেন তারাও এক সেমিস্টার কিংবা এক বছর বিখ্যাত এ উনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ লাভ করতে পারেন।

IELTS স্কোরঃ মাস্টার্সে ভর্তি হতে হলে অবশ্যই ৬.৫ স্কোর আবশ্যক হলেও যারা এক বা দুই সেমিস্টারের জন্য এখানে পড়তে আসতে চান, তাদের ক্ষেত্র বিশেষে Ielts ৬.০ দিয়েও ভর্তি সম্ভব।

টিউশন ফিঃ বাৎসরিক টিউশন ফি ৭৫০০০ ডেনিশ ক্রোনার থেকে ১১০০০০ ডেনিশ ক্রোনার হতে পারে এবং এটি নির্ভর করছে আপনি কি পড়তে চান তার উপর।

ডেনমার্কে যারা পড়তে আসছেন নতুন আসা সকলে প্রথমেই যে সমস্যায় পড়েন সেটি হচ্ছে আবাসন সমস্যা। বাংলাদেশ থেকে আসার পূর্বেই আপনি স্টুডেন্ট এপার্টমেন্টের জন্য আবেদন করে দিতে পারেন। সে ক্ষেত্রে আপনার দরকার হবে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছে সে সম্পর্কিত তথ্য। স্টুডেন্ট এপার্টমেন্টের জন্য আবেদনের ঠিকানা https://www.kollegierneskontor.dk/

নিলেস ব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজঃ
বাংলাদেশ থেকে ইদানিং বেশ উল্লেখ্যযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী ডেনমার্কের বেসরকারি এ বিজনেস কলেজে পড়তে আসছে। নিলেস ব্রুক সাধারণত আমেরিকান এবং ব্রিটিশ ডিগ্রী অফার করে আসছে। ভিসা সাকসেস রেইট বেশ ভাল হওয়ায় এবং আইএলটিএস স্কোর ৬.০ (ক্ষেত্র বিশেষে ৫.০) হওয়ায় ছাত্রছাত্রীরা নিলেস ব্রুককে বেছে নিচ্ছে যদিও এ প্রতিষ্ঠানের মাস্টার্স ডিগ্রী ডেনিশ মাস্টার্স ডিগ্রীর সম পর্যায়ে পড়ে না বিধায় মাস্টার্স শেষে ২ বছরের স্টাবলিশমেন্ট ভিসা লাভ করা সম্ভব নয়।

কি কি পড়বেন? 
- ৪ বছরের আমেরিকান বিএসসি ডিগ্রী ইন বিজনেস 
- ব্রিটিশ অনার্স ডিগ্রী ইন বিজনেস 
- প্রি-মাস্টার্স (১ বছর)
- এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট (১৮ মাস)

বাংলাদেশী ছেলেমেয়েরা এখানে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং যারা অন্তত ৩ বছর বা বিবিএ কমপ্লিট করেছে তারা এ প্রোগ্রামে আবেদন করতে পারবে এবং ডেনমার্কে শুধু ১ বছর পড়লেই ব্যাচলার ডিগ্রী লাভ করার সুযোগ নিতে পারেন।

ডেনমার্কে পড়তে আগ্রহীরা নিলেস ব্রুক সহ অন্য যে কোন উনিভার্সিটিতে পড়তে বাড়তি তথ্য সহ ভর্তি সহায়তার জন্য সরাসরি উনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদেরও সহযোগীতা নিতে পারেন:

PESBD 
Hafizullah Green (1st Floor) Suit:E1 
(Next to Janata Bank)
15/A Zhigatola (West to Zhigatola Bus Stand)
Dhanmondi, Dhaka 1209, Bangladesh
Phone: +88029631770, +88029631773
Cell: 01701692601, 01701692602 

Skype: pesbdedu , www.pesbd.com.bd

Leave a comment

Need more information?

We can call you and help with your problem, just leave us your phone number.